পাসপোর্ট না পেয়ে ভিপি নুরের ক্ষোভ প্রকাশ

ই-বার্তা ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ভিপি) নুরুল হক নুরের পাসপোর্ট চেয়ে করা রিট আবেদনের ওপর আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে শুনানির জন্য রেখেছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এসময় পাসপোর্ট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ভিপি নূর। তিনি বলেন, আমি ডাকসু ভিপি হয়েও এ পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা ৪ বার হামলার শিকার হয়েছি। এ কারণে আমি শারীরীকভাবে আহত। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমাকে বিদেশে যাবার পরামর্শ দিয়েছেন। সে কারণে আমি পাসপোর্টের জন্য আবেদন করি। কিন্তু পাসপোর্ট দেয়নি রহস্যজনক কারণে। পাসপোর্ট না পেয়ে আমি আদালতের শরনাপন্ন হই।

ভিপি নুর বলেন, পাসপোর্ট পাওয়া একজন মানুষের মৌলিক অধিকারেরই অংশ। একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমার অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিদেশ যেতে হতে পারে। যেমন পাসপোর্ট না থাকার কারণে নেপালে একটি অনুষ্ঠানে যেতে পারিনি। অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের একটি অনুষ্ঠানেও যেতে পারছি না।