পিছিয়ে পরেও দুর্দান্ত জয় বার্সার

ই-বার্তা ডেস্ক ।।  এ যেন  অঘটনের ফুটবল সপ্তাহ ।  চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায় ঘন্টা বেজে গেছে ।  প্রথম লেগে এগিয়ে থেকেও শেষ ষোলো থেকে  ছিটকে গেছে পিএসজি ।  পোর্তর কাছে দ্বিতীয় লেগে হেরে  রোমার বিদায়।  চ্যাম্পিয়নস লিগে বার্সার মাঠে লিঁও বিস্ময় উপহার দেয় কিনা কে জানে।  পিছিয়ে থেকেও ৩-১ গোলে রায়ো ভায়োকানোর বিপক্ষে  জিতেছে বার্সেলোনা। 

জয়সূচক গোল দুটি করেন মেসি এবং সুয়ারেজ। ক্যাম্প ন্যুতে ম্যাচের ২৪ মিনিটে গোল করে  অঘটনের আভাস দেয় ভায়োকানো। সেই গোল শোধ দেন জেরার্ড পিকে। তার ৩৮ মিনিটের ওই গোলে সমতা করে প্রথমার্ধ শেষ করে কাতালানরা।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মেসির পেনাল্টিতে এগিয়ে যায় বার্সেলোনা।  পরে ৮২ মিনিটে গোল করেন  সুয়ারেজ।  বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি সারল ভালভার্দের শিষ্যরা।

লিগে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ সর্বশেষ ম্যাচে লেগানেসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে। তাতে পয়েন্ট ব্যবধান কিছুটা কমে দু’দলের। ভালোকানো তাই ধাক্কা হয়ে আসতে পারত বার্সার জন্য।  কিন্তু জয় নিয়ে পয়েন্ট টেবিলে জাকিয়ে বসা বার্সা ভালো মতো চাপ কমালো।  লিওর বিপক্ষে চাপমুক্ত বার্সাকে দেখতে পাবে দর্শকরা।

ই- বার্তা / আরমান হোসেণ পার্থ