পুতিনের ওপর আস্থা কমেছে রুশদের

ই-বার্তা ডেস্ক।।  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা কমেছে রাশিয়ানদের।  ২০০৬ সালের পর বর্তমান সময়ে তার উপর সবচেয়ে কম আস্থা রেখেছে রুশরা।  পুতিন সরকারের ওপর এবার ৩৩ ভাগ আস্থা কমেছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গবেষণা সেন্টারের জরিপে এমন তথ্য পাওয়া গেছে।  বেকারত্ব বৃদ্ধির কারণে প্রেসিডেন্ট পুতিনের ওপর আস্থা কমেছে বলে জরিপে জানানো হয়।  ২০১৫ সালে ইউক্রেনের ক্রিমিয়া নিয়ন্ত্রণে নেওয়ার পর পুতিনের ওপর আস্থা রেখেছিল ৭১ ভাগ জনগণ।

অপরদিকে স্বাধীন জরিপকারী সংস্থা লেভাদা সেন্টার গত ডিসেম্বরে একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, ৫৩ ভাগ রুশ পুতিন সরকারকে সমর্থন করেন না।  সামগ্রিকভাবে তার সরকারের ওপর ৬৯ ভাগ মানুষের আস্থা আছে যা ২০১৫ সালে ছিল ৮৯ ভাগ। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু