পুরান ঢাকায় ৮টি কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত

ই- বার্তা ডেস্ক।।   নিয়ম না মেনে কারখানা গড়ে তোলার অভিযোগে পুরান ঢাকার ৮টি কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

আজ সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত লালবাগের শহীদ নগর এলাকায় এ অভিযান চলানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা শিরীন। তিনি বলেন, সেখানে পলিথিন, পানি বিশুদ্ধকরণসহ বিভিন্ন কারখানা রয়েছে। যার বেশির ভাগেরই কোন বৈধ কাগজপত্র নেই। নিয়মনীতির তোয়াক্কা না করেই দিনের পর দিন ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এসব ব্যবসায়ী।

তিনি আরও জানান , বিশেষ করে কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে আভিযান চললেও অবৈধভাবে পরিচালিত এসব কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে।

অবৈধ কেমিক্যাল গোডাউন সরাতে ঢাকা উত্তর সিটির মোট ৫টি টিম আজ অভিযান পরিচালনা করেছেন। 

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম