নিজের একটি শীতের পোশাক দান করুন

ই-বার্তা ।। ফারহানা মোবিন ।। বন্ধুরা আপনাদের যে পোশাক গুলো পুরোনো হয়ে গেছে , যা আপনার প্রয়োজন নেই, তা কোনো অসহায় মানুষ কে দয়া করে দান করবেন । আমরা ষোলো কোটি মানুষ । অন্তত এক কোটি মানুষ নিজেদের পুরোনো শীতের একটি পোশাক দান করলে , বেঁচে যাবে একটি প্রাণ ।

 

এই দেশ টা আমাদের । এই দেশের মানুষ কে বিপদ থেকে রক্ষা করার নৈতিক দায়িত্ব আমার, আপনার এবং আমাদের সবার । বন্ধুরা, নিজের ফেলনা পোশাক টা আলমারি বা লকারে বন্দী করে না রেখে , অগণিত অসহায় মানুষ রয়েছে , আমাদেরই চারিপাশে , তাদের কে দান করে দিবেন ।

 

যাদের শীতের একটি পোশাক কেনার সামর্থ নেই , তাদের জন্য আমাদের একটু ভালোবাসা হবে স্বর্গীয় অনুভুতি । আপনার একটু ভালোবাসা বাঁচাবে একটি প্রাণ , উদ্ধার করবে একটি মানুষ কে ভয়াবহ বিপর্যয় থেকে ।

এবার সারাদেশে ভয়াবহ ঠান্ডা । দিনাজপুর , কুড়িগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঠান্ডা ভয়ানক রকম । আমাদের দেশের অনেক মানুষ এখনও দারিদ্র্য সীমার নীচে বসবাস করে । আপনার একটু ভালোবাসা বাঁচাবে একটি প্রাণ । আসেন বন্ধুরা , দেশের এই বিপদের দিনে কাজে ঝাঁপিয়ে পড়ি ।