পুলিশকে সেবাধর্মী ও জনবান্ধব হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ই-বার্তা ডেস্ক।।    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশকে সেবাধর্মী ও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সেবাপ্রত্যাশী মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বঙ্গভবনে বুধবার এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসনের অন্যতম নিয়ামক হলো আইনের যথাযথ প্রয়োগ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে। আপনাদের কাছে সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় এবং প্রয়োজনীয় আইনগত সেবা ও পরামর্শ পায়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

জনগণের আস্থা অর্জন করে আপনারা পুলিশকে একটি সেবাধর্মী ও জনবান্ধব বাহিনীতে পরিণত করতে সর্বদা সচেষ্ট থাকবেন-এটিই দেশবাসীর প্রত্যাশা। রাষ্ট্রপতি সন্ত্রাস, জঙ্গি দমন ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকার প্রশংসা করে বাহিনীর সব সদস্যকে আরও প্রশিক্ষিত হওয়ার আহ্বান জানান।

এই সময়ে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রমুখ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম