পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল হামলাকারীরা: সিআইডি প্রধান

ই-বার্তা।।  নাশকতা কর্মে অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ, অর্থ সাহায্য অব্যাহত রাখা ও পুলিশের মনোবল ভেঙে দিতেই মালিবাগে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত আইজিপি ও প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হামলাকারীরা অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই হামলা চালিয়েছে। এসব হামলা করে তারা অর্থদাতাদের দেখানোর চেষ্টা করেছে যে, তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে এই হামলার কথা বলে অর্থদাতাদের কাছ থেকে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে হামলাকারীরা।’

তিনি আরও বলেন, ‘রবিবার রাতে মালিবাগে পুলিশের ভ্যানে হামলার আরেকটি কারণ পুলিশ সদস্যদের ভেতর ভয়-ভীতি সৃষ্টি করা। তাদের উদ্দেশ্য ছিল, পুলিশের সদস্যরা যেন মানসিকভাবে ভেঙে যায় এবং তাদের মনোবল দুর্বল হয়ে পড়ে।’

এর আগে, গত রবিবার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় একজন নারী পুলিশ সদস্যসহ মোট তিনজন আহত হন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায় স্বীকার করেছে।