পুলিশ-শ্রমিক সংঘর্ষ, কারখানা বন্ধের ঘোষনা

ই-বার্তা ডেস্ক।।  মজুরি বৈষম্যের অভিযোগে আশুলিয়ায় সপ্তম দিনের মতো চলছে শ্রমিক বিক্ষোভ।রবিবার সকালে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে বিক্ষুদ্ধ শ্রমিকরা।  এসময় পুলিশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিক বিক্ষোভের মুখে ওই এলাকার প্রায় অর্ধশত পোশাক কারখানা আজকের (রবিবার) মতো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এক সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার পর থেকেই বেশ কিছু কারখানার শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে অবস্থান নেয়।  খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল ও জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়।

শিল্প পুলিশের সাথে কথা বলে জানা যায়, শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং পুলিশের উপর হামলা চালালে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।  যেকোনও অপ্রিতীকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু