পূর্বপরিকল্পিত ভাবেই নুসরাতকে হত্যাঃ তদন্ত কমিশন

ই- বার্তা ডেস্ক।।   ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যার উদ্দেশ্য পূর্বপরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা ওতপেতে ছিলো।  তদন্ত কমিশনের প্রাথমিক তথ্যে অনুযায়ী এমনটা জানা যায়।

অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাই এই হত্যাকাণ্ডের মূলহোতা বলে প্রমাণ পাওয়া গেছে। একইসাথে এই ঘটনায় মাদ্রাসা প্রশাসনের গাফিলতির প্রমাণও পেয়েছ তদন্ত কমিশন।

এই বিষয়ে কমিশনের তদন্ত কমিটির সদস্য আল মাহামুদ ফায়জুল কবীর বলেন, ছাদে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। সাক্ষীদের কাছ থেকে তাই জেনেছে মানবাধিকার কমিশন।

তদন্ত  কমিশন মনে করে ২৭ তারিখে নুসরাতের সাথে যা ঘটেছে, তা যদি স্কুল কর্তৃপক্ষ প্রশাসন গুরুত্ব দিতো, তাহলে ৬ এপ্রিল এমন ঘটনা ঘটতো না। তবে নুসরাত জাহান সাহসী হওয়ায় প্রতিবাদ করেছেন, এজন্য কমিশন তার প্রশংসা করে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম