পৃথিবীর সবখানেই পানির সংকট: ত্রাণ প্রতিমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।  ‘বনানীর আগুন নেভাতে পানির সংকটের বিষয়টি জানা গেছে। পৃথিবীর সবখানেই পানির সংকট রয়েছে। তবে এ সংকট মেটাতে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা এ ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি।’

বৃহস্পতিবার রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ঘটনাস্থলে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে কোন দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বড় বিষয় সচেতনতা। সচেতনতা বাড়াতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। আমরা এ বিষয়ে বিভিন্ন জায়গায় মহড়া চালাচ্ছি। জনগণকে সচেতন করতে আমরা মাইকিংসহ নানা প্রচার চালাচ্ছি।

তিনি বলেন, অগ্নিকাণ্ড মোকাবিলায় ইতোমধ্যে ফায়ার সার্ভিসকে ২০ কোটি টাকার যন্ত্রপাতি কিনে আমরা সরবরাহ করেছি।

বৃহস্পতিবার দুপুরে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। আগুনে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া