পেঁয়াজের অতিরিক্ত দাম ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন

ই-বার্তা ডেস্ক।।  ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ার খবরে সারাদেশের মতো কুমিল্লায়ও বেড়েছে পেঁয়াজের দাম। নগরীসহ জেলার বিভিন্ন চড়া দামে পেঁয়াজ বিক্রি করছে ব্যবসায়ীরা।  পেঁয়াজের এমন লাগাম ছাড়া মূল্য ঠেকাতে মাঠে নেমেছে কুমিল্লা জেলা প্রশাসন।    

বুধবার দুপুরে নগরীর রাজগঞ্জ ও চকবাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩টি দোকান থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়।

জানা যায়, গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন বাজারে ৮০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। পেঁয়াজের মূল্যের উর্ধ্বগতি ঠেকাতে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশে বুধবার দুপুরে নগরীর রাজগঞ্জ ও চকবাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় নগরীর রাজগঞ্জ বাজারে ৩ দোকানদারের কাছ থেকে ভোক্তা অধিকার আইনে সাড়ে ৮ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। পেঁয়াজের উচ্চমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু