প্রচন্ড দাবদাহে জাপানে ১০ জনের মৃত্যু!

ই-বার্তা।। বৃহস্পতিবারও দেশটির বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এতে নতুন কোরে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যুর খবর জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ।

 

জাপানে স্মরণকালের তীব্র দাবদাহে নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ১০ হাজার মানুষ ।বৃহস্পতিবারও দেশটির বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এতে নতুন কোরে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যুর খবর জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ।

 

অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গেলো ৯ই জুলাই থেকে তীব্র গরমে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়ালো। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

 

 

ই-বার্তা/ ডেস্ক  রিপোর্ট