প্রথমে যে আউট দেননি আম্পায়ার!

বাংলাদেশের দেয়া ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ভারত। শুরুতে দুইটি উইকেট হারালেও ঝড়ের গতিতে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা। বল হাতে রুবেল হোসেন, স্ট্রাইকে সুরেশ রায়না। রুবেলের দুরন্ত গতির ছুঁড়ে দেওয়া বল ব্যাটে ঠিকমত লাগাতে পারলেন না রায়না। বল গ্ল্যাভসবন্দী করলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মুহূর্তেই আম্পায়ার ডাকলেন ওয়াইড কিন্তু মুশফিকসহ চেঁচিয়ে উঠলো টাইগার শিবির। মুশফিক বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উইকেট তুলে নেওয়ার আনন্দে সাকিবের সঙ্গে করমর্দন করতে লাগলেন।

মাঠের আম্পায়ার সহায়তা নিলেন টিভি আম্পায়ারের। রিপ্লেতে দেখা গেল রায়নার ব্যাটে আলতো করে বল ছুঁয়ে তালুবন্দী হয়েছে মুশফিকের। আম্পায়ার দেরি করলেন না, আঙুল তুলে দিলেন আউট। সাকিব শিবির ততক্ষণে উইকেট পাওয়ার আনন্দ উদযাপনে ব্যস্ত।

আজ রোববার ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের তৃতীয় ওভারে সাকিব আল হাসানের বলে আরিফুল হকের হাতে ক্যাচ হন শিখর ধাওয়ান। সাত বল খেলে দশ রান করেন তিনি। দলীয় ৩২ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা। ইনিংসের চতুর্থ ওভারে রুবেল হোসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন সুরেশ রায়না। তিন বল খেলে শূন্য রান করেন তিনি। বর্তমানে ভারত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৪ বলে ৪৪ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান হাফ সেঞ্চুরি করেন। ৫০ বল খেলে ৭৭ রান করেন তিনি। এই রান করার পথে সাতটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ হাফ সেঞ্চুরি।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ বল খেলে ২১ রান করেন। সাত বল খেলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল চার ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১টি ও জয়দেব উনাদকাত ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৬/৮ (তামিম ১৫, লিটন ১১, সাব্বির ৭৭, সৌম্য ১, মুশফিক ৯, মাহমুদউল্লাহ ২১, সাকিব ৭, মিরাজ ১৯*, রুবেল ০, মুস্তাফিজ ০*; উনাদকাট ২/৩৩, সুন্দর ১/২০, চেহেল ৩/১৮, ঠাকুর ০/৪৫, শঙ্কর ০/৪৮)