প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তানঃ ইমরান খান

ই-বার্তা ডেস্ক।।  কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভারতের বিরুদ্ধে আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান।   

এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না তার দেশ। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহ তৈরি হওয়ার মধ্যেই এই মন্তব্য পাকিস্তান প্রধানমন্ত্রীর।

জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের মধ্যে এই উত্তেজনা তৈরি হয়। বিশেষ মর্যাদা বাতিলের আগে থেকেই কাশ্মীরিদের গৃহবন্দী করে রাখে ভারত সরকার। 

লাহোরের পূর্বাংশে শিখ সম্প্রদায়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা উভয়েই পরমাণু অস্ত্রধারী দেশ। যদি এই উত্তেজনা বাড়ে, বিশ্বের পরিস্থিতি ভয়ংকর হতে পারে। তাই আমাদের দিক থেকে কখনই প্রথম এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হবে না। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু