প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন ডাকসু নেতারা

ই-বার্তা ডেস্ক।।  ডাকসু  ও হল সংসদের নবনির্বাচিত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাক্ষাৎ করবেন।  ডাকসু নির্বাচনে বিজয়ীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ।

কোটা আন্দোলনের নেতা ও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরও থাকবেন বলে তিনি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।  বিকাল ৪টায় গণভবনে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।  ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া জিএস ও এজিএসসহ বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত শিক্ষার্থী পরিষদ ২৫ সদস্য বিশিষ্ট ডাকসুর নির্বাহী কমিটির মধ্যে ২৩টি পদে জয়লাভ করেন।

নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর  ভিপি হিসেবে নির্বাচিত হন।  ছাত্রলীগ প্যানেল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গোলাম রব্বানী জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন এজিএস পদে নির্বাচিত হন।  তবে শুরু থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করেন ভিপি নূর।  তিনি ৩১ মার্চের মধ্যে পুনরায় নির্বাচনেরও দাবি করেছেন।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ