প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সোহেল তাজ

ই-বার্তা ডেস্ক।।  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ মো. ইফতেখার আলম সৌরভকে ফিরে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিখোঁজের বাবা ও মা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সোহেল তাজ বলেন, ‘আমরা সৌরভকে জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত চাচ্ছি। যদি কেউ আইনবহির্ভূতভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে এ অপহরণের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে উপযুক্ত ব্যবস্থা নিতে দৃষ্টি আকর্ষণ করছি।’

গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে  সোহেল তাজ ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভের বাবা মো. ইদ্রিস আলম ও মা সৈয়দা ইয়াসমিন আরজুমান। 

এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, নিখোঁজ হওয়ার খবর জানার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র‌্যাবের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, ‘কাউকে ছোট করা বা আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা ছেলেটাকে ফেরত চাই। আমাদের উদ্দেশ্য হলো ছেলেটিকে জীবিত ও অক্ষত অবস্থায় তার মায়ের কাছে ফিরিয়ে আনার। ছেলেটি তার মায়ের কাছে ফিরে আসুক।’

সোহেল তাজ বলেন, ‘অবশ্য এটা বলা বাহুল্য যে বঙ্গবন্ধুর ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। আমাদের লক্ষ্যই ছিল এমন একটি রাষ্ট্র এমন একটি দেশ হবে, যেখানে গণতন্ত্র বিরাজ করবে। গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে ন্যায়বিচার। সবাই যেন সুবিচার পায়। আইনের আওতায় যেন সবাই সুবিচার পায়। আমি আশা করব, আইনবহির্ভূত এবং ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক। আমরা আশা করব কোনো নাগরিকের যেন এ দশা না হয়। আজ আমার ভাগ্নে কাল আপনার ভাই এমন শিকার হতে পারে। আরেক দিন হয়তো আপনার সন্তান হতে পারে। কার কী পরিচয় সেটা মুখ্য বিষয় নয়। আইনের শাসনে রাষ্ট্র চলবে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু