প্রধানমন্ত্রী সকল ডাক্তার-সেবিকাদের ধৈর্যশীল হওয়ার আহবান

ডাক্তার-সেবিকাদের আরও ধৈর্যশীল হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দোষ দেই না, কারণ আমাদের লোকসংখ্যা এত বেশি আর ডাক্তার-নার্স কম, এত বেশি রোগী দেখতে হয় এতে মেজাজ ঠিক রাখাও কঠিন হয়ে পড়ে। তবে এক্ষেত্রে নিজেদের একটু সংযত হওয়া দরকার। কারণ, দিনভর সরকারি চাকরি করবেন আর রাতে গিয়ে বেসরকারি হাসপাতালে কাজ করবেন- তাহলে তো মেজাজ এমনিতেই খারাপ হবে, এটা তো স্বাভাবিক।

 

শনিবার (১২ মে) রাজধানীর মুগদায় জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে চিকিৎসক ও সেবিকাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেছেন, ডাক্তার ও নার্সদের মধ্যে এই প্রতিশ্রুতিটা থাকতে হবে যে, মানুষ যখন রোগী হয়ে আসে তখন ওষুধের থেকেও কিন্তু ডাক্তার-নার্সদের কথাবার্তা, ব্যবহার ও সহানুভূতিশীল মনোভাব দেখেও অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। আন্তরিকতা, দায়িত্বরোধটাই সবথেকে গুরুত্বপূর্ণ।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কিন্তু সরকারি চাকরিতে অনেক বেতন বাড়িয়ে দিয়েছি। ১২৩ ভাগ বেতন ও সুযোগ-সুবিধা বাড়িয়েছি। সেটাও মাথায় রাখতে হবে।

 

 

 

 

ই-বার্তা ডেস্ক