প্রবাসী খুনের দায়ে দুই ভাইয়ের মৃত্যুদন্ড

ই-বার্তা ডেস্ক।।   বুধবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এর রায়ে ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যার অপরাধে দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন জাহেদুল আলম ও খোরশেদ আলম। তারা জামিনে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন বলে জানান অ্যাডভোকেট আইয়ুব খান।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে জমি নিয়ে বিরোধ মেটাতে জাহেদুল আলম ও খোরশেদ আলম তাদের প্রতিবেশী ইউনুস সারেংকে বৈঠকে ডাকেন। ইউনুস তার চাচাতো ভাই হাসানকে নিয়ে বৈঠকে যান। পরে ইউনুস ও হাসানকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউনুস। ১২ এপ্রিল ইউনুসের স্ত্রী খদিজা আক্তার বাদি হয়ে ফটিকছড়ি থানায় জাহেদুল আলম ও খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ই-বার্তা/ মাহারুশ আহসান