প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে : জাপা

ই- বার্তা ডেস্ক।।   জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন ।

আজ শনিবার (১৫ জুন) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সংশোধনীতে হতদরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ যেন কাটছাঁট না হয়। শেয়ারবাজারে শৃংখলা ফেরাতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে।

তিনি এ সময় বাজেটে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় বরাদ্দ বৃদ্ধি এবং কৃষিতে প্রণোদনা এবং ভর্তুকি আরও বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম