প্রাথমিক স্কুলের বিনামূল্যের খাবারে মৃত সাপ!

ই-বার্তা ডেস্ক।। ভারতে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণের সময় খিচুড়ির পাত্রে পাওয়া গেছে মৃত সাপ।

গতকাল বুধবার ভারতের মহারাষ্ট্রের গর্গাভান জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের বিনামূল্যের খাবার পরিবেশনের সময় এ ঘটনা ঘটেছে। স্কুলটির অবস্থান ন্যান্দেদ জেলা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরের দিকে স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার দেয়ার সময় খিচুড়ির পাত্রে সাপ পাওয়া যায়।

ন্যান্দেদ জেলা শিক্ষা অফিসার প্রশান্ত দিগরাস্কার এ বিষয়ে বলেন, সাপ পাওয়ার সঙ্গে সঙ্গে খাবার বিতরণ বন্ধ করে দেয়া হয়। ওই দিন শিক্ষার্থীরা দুপুরের খাবার না খেয়ে ছিল বলে জানান তিনি।

শিক্ষা অফিসার আরও বলেছেন, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং এ ঘটনায় তদন্ত শুরুর নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম