প্রার্থীদের আয়কর রিটার্নের শেষ দিন আজ

ই-বার্তা ডেস্ক।।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী আংশ নিয়েছেন তাদের আয়কর রিটার্নের প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন আজ।  প্রার্থীরা প্রতিবেদন জমা দেওয়ার পর মার্চের মধ্যেই দল ভিত্তিক প্রতিবেদন চাইবে নির্বাচন কমিশন।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ২৫ লাখ টাকা খরচ করতে পারতেন।  এর বেশি কেউ খরচ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  এ করণে বুধবার পর্যন্ত যেসব প্রার্থী আয়কর রিটার্ন প্রতিবেদন জমা দিয়েছেন তারা প্রত্যেকে ২৫ লাখ টাকার নিচে খরচ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন। 

সূত্র মতে, এর আগে সংসদ সদস্য হওয়ার পর আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়।  জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে কর শনাক্তকরণ নম্বর থাকার পাশাপাশি আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।  আয়কর অধ্যাদেশেই এই শর্ত দেওয়া আছে।  সেখানে উল্লেখ আছে, কোনো পৌরসভা বা সিটি করপোরেশনের কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হতে হলে রিটার্ন দিতে হবে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু