প্রয়োজনের বেশি পেঁয়াজ না কেনার আহ্বান মেয়র খোকনের

ই- বার্তা ডেস্ক।।   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন যে, সরকার নির্ধারিত দামের বাইরে পেঁয়াজ বিক্রির অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পলাশিতে কাঁচাবাজার মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে, শিগগিরিই কমবে দাম।

তবে প্রয়োজনের বেশি পেঁয়াজ কিনে মজুদ না করার বিষয়ে ভোক্তাদের আহ্বান জানান তিনি।