‘প্ল্যাটফর্মে চা বেচেছি, দারিদ্র কি সেটা আমি জানি’

ই-বার্তা ডেস্ক।।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের সফরে সৌদি আরব গিয়েছেন।  সেখানে সফরে  দারিদ্র নিয়ে কংগ্রেস ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে কটাক্ষ করেছেন তিনি।  

মোদি বলেছেন, আমি কোনও রাজনৈতিক পরিবার থেকে আসিনি।  কোনও বই পড়ে গরিবি শিখিনি।  প্ল্যাটফর্মে চা বেচেছি। দারিদ্রকে কাছ থেকে দেখেছি।  

রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিসিয়েটিভ-২০১৯-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কোনও বড় রাজনৈতিক পরিবারের ছেলে আমি নই। বই পড়ে দারিদ্র জেনেছি, এমন নয়। আমি দারিদ্রে জীবন কাটিয়েছি। রেল স্টেশনে চা বিক্রি করে আজ এই জায়গায় পৌঁছেছি। আগামী কয়েক বছরেই সাফল্যের সঙ্গে গরিবি মুছে ফেলবে ভারত এই আশা ব্যক্ত করেন তিনি। 

তিনি আরও বলেন, গরিব মানুষের ক্ষমতায়নের মাধ্যমেই আমি দারিদ্রের সঙ্গে লড়াই করছি। গরিব মানুষের দরকার সম্মান। যখন একজন গরিব মানুষ বলবেন, তিনি নিজেই নিজের দারিদ্র ঘুচিয়ে দেবেন, তার চেয়ে বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না। 

মোদি দাবি করেছেন, স্বচ্ছ ভারত মিশন ও প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করার ফলে গরিব মানুষের সম্মান ফিরেছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু