ফণির তাণ্ডবে উড়িষ্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ই-বার্তা ডেস্ক।।  শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বিপর্যস্ত ভারতের উড়িষ্যার পুরী।  সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানে।  আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পুরী।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।  বিদ্যুৎহীন হয়েছে উড়িষ্যার পুরী, গোপালপুরসহ বিভিন্ন এলাকা।  এছাড়া ঘূর্ণিঝড়ে ওইসব এলাকার উপড়ে পড়েছে অনেক গাছ।  সেইসঙ্গে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবরে বলা হয়েছে।  

খবরে আরো বলা হয়েছে, ফণীর গতিপথে উড়িষ্যার ১০ হাজার গ্রাম এবং ৫২টা শহর পড়বে।  এছাড়া ফণির কারণে শনিবার পর্যন্ত ভারতে বাতিল করে দেওয়া হয়েছে মোট ১৪৭টি ট্রেন। 

এছাড়া দেশটির কলকাতা বিমানবন্দর আজ রাত সাড়ে ৯টা থেকে আগামী কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।  দেশটির বিভিন্ন রাজ্য ও জেলা থেকে অন্তত ১১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু