পারিশ্রমিক নিয়ে ফাঁকা আওয়াজ শাকিব খানের

ই-বার্তা ।। ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নাম চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ দিন যাবত তিনি ঢাকাই চলচ্চিত্রে শীর্ষে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরেই তিনি তার অবস্থান ধরে রেখেছেন। এইসব কারণেই তার পারিশ্রমিকও সবার চেয়ে বেশি এবং এটা খুবিই স্বাভাবিক। যদিও তার পারিশ্রমিকের টাকার অঙ্ক নিয়ে বিভিন্ন সময়  গুঞ্জন উঠেছে।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি সংবাদ মাধ্যমে কিছুদিন আগে খবর প্রকাশিত হয়  চলচ্চিত্র প্রতি ৬০ লাখ টাকা নিচ্ছেন এই নায়ক । এরপরই আবার গণমাধ্যমে জানা যায়,  প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয়ের জন্য শাকিব ৭০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।

 

শাকিব খানের ঘনিষ্ঠজন ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মুক্তিযুদ্ধের উপর নির্মিত জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমার জন্য শাকিব খানের সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ লাখ টাকা হতে পারে। এর বেশি হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া এখনও শাকিব খানকে চুক্তিবদ্ধ করানো হয়নি।

এদিকে ওপার বাংলার সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক কত এ নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং করেছেন শাকিব খান। খোঁজ নিয়ে জানা যায়, এ সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। এছাড়া ওপার বাংলার সিনেমায় শাকিব খানের জন্য বাজেট প্রায় এরকমই।

 

যদিও পারিশ্রমিক নিয়ে প্রকাশিত খবরে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন শাকিব খানের পারিশ্রমিক ৭০ লাখ টাকা বলে কেউ হয়তো গুঞ্জন ছড়াচ্ছেন। চলচ্চিত্রের মন্দার এই বাজারে লগ্নীকৃত অর্থ ফেরত পাওয়া কঠিন। তার উপরে শিল্পী সংকটে ঢালিউড শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের পারিশ্রমিক রাতারাতি বৃদ্ধি পাওয়া চলচ্চিত্রের জন্য মন্দ সংবাদ বলেই মনে করছেন তারা।

 

 

 

 

ই-বার্তা/ডেস্ক