ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ উপরে বাংলাদেশ

ই-বার্তা।।   ফিফার সদস্য ২১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। এতেই জরাজীর্ণ বাংলাদেশের ফুটবলে হঠাৎই এলো সুখবর!

২০১৬ সালের পর থেকেই ফিফার র‌্যাঙ্কিংয়ে ১৯০ এর পেছনে (১৯২) থাকতে হচ্ছিল লাল-সবুজের দলটাকে। চলতি বছরে বেশ কিছু ভালো ম্যাচ উপহার দেওয়ায় ৪ ধাপ উন্নতি হয়েছে জেমি ডের শিষ্যদের।

২১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৮। লাল-সবুজের দলটির সংগ্রহ ৯০৯ রেটিং পয়েন্ট। আগের রেটিং ছিল ৯০৭। এ বছরে কম্বোডিয়াকে হারানোর পর অনূর্ধ্ব-২৩ দলও ভালো পারফরম্যান্স করেছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার আপডেট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষ তিনে আছে বেলজিয়াম, ফ্রান্স এবং ব্রাজিল। এই তিনটি দেশের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসেনি।

এছাড়া, চার থেকে দশে আছে যথাক্রমে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক। লিওনেল মেসির আর্জেন্টিনা এই তালিকায় আছে ১১ নম্বরে। আর্জেন্টাইনদের পরে অবস্থান করছে কলম্বিয়া, জার্মানি, সুইডেন, চিলি, নেদারল্যান্ডস, ইতালি, মেক্সিকো, ওয়েলস এবং পোল্যান্ড।