ফিলিপাইনে শক্তিশালী ভুমিকম্পে নিহত ১১, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা

ই-বার্তা ডেস্ক।।  ফিলিপাইনের লুজান দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প।  সোমবার স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।  ভুমিকম্পের আঘাতে ১১ জন নিহত  হয়েছেন। 

জানা যায়, ফিলিপাইনের লুজান দ্বীপে স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।  এতে সেখানকার একটি বিমানবন্দরের দুইটি ভবন ধসে পড়ে।  এছাড়াও ভূমিকম্পে দেশটির রাজধানী ম্যানিলার উত্তর-পশ্চিমের প্রদেশ পামপাঙ্গাতে একটি ভবন ধ্বসে এর নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।  ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পামপাঙ্গার স্থানীয় গভর্নর জানান, ‘ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এছাড়া লুবাউ শহর থেকে নাতিসহ এক বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে’। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে । 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু