ফিলিপাইনে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

ই-বার্তা ডেস্ক।।  বুধবার (৬ মার্চ) ফিলিপাইনের মিন্দানাওতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এই ভূমিকম্প কখন আঘাত হেনেছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ডাবাও শহর থেকে ২১১ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষন সংস্থা ইএমএসসি বলছে, প্রথমে ৬ মাত্রার কম্পনের কথা বলা হলেও পরে আবারও পরীক্ষা করে জানানো হয়, সমুদ্রের তলদেশে উৎপত্তি হওয়া কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ই-বার্তা/ মাহারুশ হাসান