ফিলিপাইন নাগরিকদের ধোঁকা দিতেই মামলা করেছে আরসিবিসি : আইনমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   আইনমন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন যে, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) নিজ দেশের নাগরিকদের ধোঁকা দিতেই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করেছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এই সময় আইনমন্ত্রী বলেন, আরসিবিসির কর্মকর্তাদের আচরণটা আমার কাছে আইনি আচরণ বলে মনে হয়নি। আমার মনে হয় তারা নিজেদের দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য মামলাটি করেছে।

আইনমন্ত্রী এর কারণস্বরূপ বলেন, ফিলিপাইন সরকার তাদের সিনেট পর্যন্ত হ্যাকিংয়ের কারণে বা আচরণে বা কন্ডাক্টের জন্য আরসিবিসিকে দায়ী করেছে।

সেখানে বাংলাদেশ আইনি পন্থায় তাদের বিরুদ্ধে মামলা করলে সেটি মানহানিকর কিছু নয়, বলেন তিনি।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম