ফিলিস্তিনের পাশেই থাকবে সৌদি আরব

ই-বার্তা ডেস্ক।।   মঙ্গলবার রিয়াদ সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জানিয়েছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের সঙ্গেই রয়েছেন তারা।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থনের অঙ্গীকার করেছেন সৌদি বাদশাহ।

দ্বিপাক্ষিক এ বৈঠকে ফিলিস্তিনি অঞ্চলগুলোর সর্বশেষ পরিস্থিতি সৌদি বাদশাহকে জানিয়েছেন আব্বাস। অব্যাহত ভূমি দখল ও তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের প্রচেষ্টার বিষয়ে সৌদি বাদশাহকে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

এ সময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস।

ই-বার্তা/ মাহারুশ হাসান