ফিলিস্তিনে আবার গণবিক্ষোভের ডাক

ই-বার্তা ডেস্ক।।  শুক্রবার জুমার নামাজের পর ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে ফিলিস্তিন। মসজিদুল আকসায় ইসরাইলি পুলিশের নিয়ন্ত্রণের প্রতিবাদে শুক্রবার গণবিক্ষোভের ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো।

দ্যা প্যালেস্টাইন ইরফরমেশন সেন্টার জানিয়েছে, হামাসসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো শুক্রবার ব্যাপক বিক্ষোভের ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার ইসরাইলি পুলিশ দিনভর আল আকসা মসজিদ নিয়ন্ত্রণে রেখে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয়। এ নিয়ে দিনভর বিক্ষোভ চলে। অব্যাহত আন্দোলনের মুখে বুধবার সকালে ফটকের নিয়ন্ত্রণ ছাড়ে ইসরাইল।

এ ছাড়া জুমার নামাজে ব্যাপকহারে অংশগ্রহণের জন্য আল আকসা কর্তৃপক্ষও ফিলিস্তিনিদের প্রতি অনুরোধ জানিয়েছে।

বুধবার সকালে মসজিদে ঢুকে কয়েক হাজার ফিলিস্তিনি ফজরের নামাজ আদায় করেন। ফটকের নিয়ন্ত্রণ ছাড়লেও ফিলিস্তিনে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দখলদার বাহিনী। বুধবার সকালে ৩৯ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ। একই দিনে তাদের গুলিতে ২ যুবক নিহত হয়। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনে।

আল আকসায় আর কোনো হামলা সহ্য করা হবে না জানিয়ে এরদোগান বলেছেন, ‘আমাদের পবিত্র মসজিদের ওপর যে কোনো হামলায় আমরা রুখে দাঁড়াব। এখন থেকে প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেয়া হবে। আল আকসার বিষয়ে সবাই নীরব থাকলেও আমরা নীরব থাকব না।’

ই-বার্তা/ মাহারুশ হাসান