ফিলিস্তিনে ইসরায়েলের বোমা হামলা

ই-বার্তা ডেস্ক।।  আলাদাভাবে দুটি স্থান টার্গেট করে ইহুদিবাদী ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে।

রোববার হামলায় হতাহতের সঠিক সংখ্যা ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। গাজার উত্তরাঞ্চলে হামাসের সৈন্যঘাঁটি ও শহরের কেন্দ্রবিন্দু দিয়ারুল বালহে জেলেদের একটি ক্যাম্প লক্ষ্য করে ইসরাইল এ হামলা পরিচালনা করে। খবর আনাদলু আরবির।

উল্লেখ্য,নিজ দেশে স্বাধীনভাবে বসবাসের জন্য ফিলিস্তিনিদের সাপ্তাহিক আন্দোলন ‌‌‍‌গ্রেটমার্চ অব রিটার্ন’এ গত বছরের মে থেকেই গাজাবাসী ইসরাইলের দিকে বেলুন-হামলা শুরু করে। গত বছরের ৩০ মার্চ শুরু হওয়া জাতীয় এই আন্দোলন গত শুক্রবার ৫০ সপ্তাহ পূর্ণ করেছে এবং এ আন্দোলন অব্যাহত রয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান