ফুটবল বিশ্বকাপে থাকছে ১৩ জন ভিডিও রেফারি

ই-বার্তা ডেস্ক ।। রাশিয়া বিশ্বকাপ থেকেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যে শুরু হবে সেটা পুড়নো খবর। নতুন খবর হচ্ছে রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরিচালনায় নিয়োগ দেয়া হয়েছে দক্ষ ১৩ জন রেফারি।

 

ফিফা কংগ্রেসে পাস হওয়া এই সিস্টেম যেন সহজেই রেফারিরা রপ্ত করতে পারে সে জন্য ফিফা শুরু থেকেই এটার প্রতি গুরুত্ব দিয়েছে। আয়োজন করেছে বিভিন্ন কর্মশালা। সেই সব থেকেই ১৩ জনকে বেঁচে নিয়েছে রাশিয়া বিশ্বকাপের জন্য।

 

উল্লেখ্য রেফারির সিদ্ধান্তকে আরও নিখুঁত করার জন্যই এই টেকনোলোজি নিয়ে এসেছে ফিফা। রাশিয়া বিশ্বকাপে প্রতি ম্যাচে ৩ জন করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে কাজ করবেন। তবে তারা বিশ্বকাপের ম্যাচে মূল খেলা পরিচালনা করতে পারবেন না। পারবেন না সহকারি রেফারি হতেও।