ফের নির্বাচন ও ঢাবি ভিসির পদত্যাগ দাবি

ই-বার্তা ডেস্ক।।  অনিয়ম, ভোট কারচুপি ও আগের রাতেই ব্যালট বাক্স ভরানোর  অভিযোগ এনে ডাকসু  ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ব্যাতিত বাকি সব প্যানেল ।  এ ছাড়া  তারা ভিসির পদত্যাগ ও ফের ডাকসু নির্বাচন চেয়ে ভিসির  বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ।

ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বামজোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী উম্মে হাবীবা বেনজীর বলেন, আগের রাতের ভোট মানি না।  কারচুপি করে প্রশাসন আগের রাতেই ভোট দেওয়ায় সহযোগিতা করেছে। আমরা ফের ডাকসু নির্বাচন চাই।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী ফারুক আহমেদ বলেন, আমরা বিচার চাই। প্রশাসনের পদত্যাগ চাই।  আবার নির্বাচন চাই।

এর আগে সোমবার বেলা ১টায় ভোটের শেষ পর্যায়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয় সংগঠনগুলোর জোট, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র প্রার্থীদের দুই মোর্চ স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট এবং ছাত্র ফেডারেশন।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ