ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর নিহত ১, আহত ২৮

ই- বার্তা ডেস্ক।।  ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির আধাসামরিক ৪৯ জন সদস্য নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জম্মুর একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত হয়েছে। 

বুধবার বেলা ১২টার দিকে জম্মু বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে এ হামলা হয়।  হামলায় আহতদের বেশির ভাগই জম্মুর স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।  আহতদের মধ্যে  কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় জিএমসি কলেজ হাসপাতালের অধ্যক্ষ সানন্দ রায়না পিটিআইকে জানান, বোমার স্পিন্ডারের আঘাতে ২৮ জন আহত হয়েছে।  জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাসের মধ্যে কোনও আরোহী ছিল কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, ‘বিস্ফোরণে মারাত্মক শব্দে কেঁপে উঠেছিল বাসস্ট্যান্ড।  প্রথমে সবাই ভেবেছিল টায়ার ফাটার শব্দ।  পরে জানা গেছে বিস্ফোরণ হয়েছে। আহতদের স্থানীয় বাসিন্দারাই হাসপাতালে নিয়ে গিয়েছেন।’

পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে দ্বিতীষ বারের মত এমন হামলার ঘটনা ঘটল।

ই- বার্তা / আরমান হোসেন পার্থ