ফেসবুকে গুজব ছড়ানোয় মাদরাসা শিক্ষক আটক

ই- বার্তা ডেস্ক।।   সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে র‌্যাব-১১ দিদারুল ইসলাম দিদার (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে।

আজ সোমবার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি অধিনায়ক এসপি নরেশ চাকমা।

আটক দিদারুল ইসলাম দিদার নোয়াখালী সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের মো. শামছুল আলমের ছেলে। তিনি সুধারাম থানার দারুল ইসলাম মডেল মাদরাসার সহকারী শিক্ষক ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এই বিষয়ে র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক এসপি নরেশ চাকমা জানান, গুজব রটনাকারী দিদারুল ইসলাম দিদার গোয়েন্দা নজরদারিতে ছিলেন। রোববার বিকালে নোয়াখালীর উত্তর ফকিরপুর গ্রামের আনোয়ারা মঞ্জিলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযোগের দায় স্বীকার করেন দিদার।

তিনি আরও জানান, ফেসবুকে নামে-বেনামে দিদারের একাধিক আইডি রয়েছে। এসব আইডি থেকে মিথ্যা, উসকানিমূলক ও সরকারবিরোধী বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হতো।