ফ্রান্সে সরকারিকর্মীদের ধর্মঘট

ই- বার্তা ডেস্ক।। ফ্রান্সে সরকারি কর্মকর্তাদের পেনশন কামানো ও বাধ্য করে চাকরির সময়সীমা বাড়ানোর প্রতিবাদে কাজ বন্ধ করেছেন লাখ লাখ কর্মজীবী মানুষ।

ধর্মঘটের কারণে দেশটিতে মারাত্মক অচলাবস্থা হতে পারে। প্রতিবাদ কর্মসূচিতে স্কুল ও পরিবহন শ্রমিক, পুলিশ, আইনজীবী এবং হাসপাতাল এবং বিমানবন্দরের কর্মীরা যোগদান করছেন। দেশব্যাপী ধর্মঘটে ইউনিয়নগুলি সমর্থন দিয়ে আসছে যারা প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইউনিভার্সাল পয়েন্ট ভিত্তিক অবসরভাতা ব্যবস্থার বিরুদ্ধে। মধ্যস্থতা করার পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছে ফ্রান্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার পর্যন্ত অচলাবস্থা কার্যকর থাকবে তবে কিছু ট্রেড ইউনিয়ন নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর যতক্ষণ না অবসর গ্রহণের ব্যবস্থাটি বাতিল করছেন ততক্ষণ তাদের আন্দোলন চলবে। একটি মতামত জরিপে দেখা গেছে ১৮-৩৪ বছর বয়সের ৬৯% জনগণ ধর্মঘটের পক্ষে সবচেয়ে শক্তিশালী সমর্থন দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার বলেছেন, দেশজুড়ে ২৫০টি বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। আমরা জানি যে অনেক মানুষ আন্দোলনে অংশ নেবে। সেজন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমি অনুরোধ করেছি সবাই যেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন।