ফ্রী কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন সেবা চালু করেছে মোহাম্মদপুর থানা ছাত্রলীগ

ই-বার্তা ।।  সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে।  টিকা গ্রহণ করতে হলে ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে নিবন্ধন করতে হয়। কিন্তু এই পদ্ধতির সাথে পরিচিত নন  অধিকাংশ মানুষ।

 ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্যতম মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিক ফ্রী কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন সেবা চালু করেছেন।

আইমান ওয়াসেফ অমিকের নেতৃত্বে মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সুমন ৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুমন আহমেদ জীবন, সোহেল রানা, সাফাত

এবং ৩২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক কার্জন, ৩১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সৈয়দ জিসান,

২৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইয়ামিন আহমেদ বিনা মূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে।

আইমান ওয়াসেফ অমিক বলেন,  প্রতিটি ওয়ার্ডে ছাত্রলীগের কর্মীরা সাধারণ মানুষের সেবা করতে সর্বদা নিয়োজিত আছে। এলাকার সকল জনসাধারণকে বলতে চাই টিকা নিয়ে আপনি ও আপনার পরিবারকে সুস্থ রাখুন।