ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন রেনে

ই-বার্তা ডেস্ক।।  ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১১ নম্বর স্থানে থাকা দল রেনের কাছে হারল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় মর্যাদার টুর্নামেন্ট ফ্রেঞ্চ কাপের শিরোপা হাতছাড়া করেছে থমাস টুখেলের দল।  

এদিন নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।  তবুও ফলাফলের দিকে গড়ায়নি ম্যাচ।  টাইব্রেকারে শিরোপা হাত ছাড়া হয় পিএসজির।  ৪৮ বছর ধরে বড় কোনো শিরোপা জেতে নি রেনে।  ১৯৭১ সালের পর শনিবার রাতে প্রথম বড় কোনো শিরোপা জিতল দলটি। ফ্রেঞ্চ কাপে এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো তারা।

ম্যাচের শুরুতেই চমক দেখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।  ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচটিতে লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে।  ম্যাচের মাত্র ১৩তম মিনিটে নেইমারের কর্নারে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন দানি আলভেস।  এরপর ২১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নেইমার নিজেই।  আর্জেন্টাইন মিডফিল্ডান অ্যাঞ্জেল ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত পাস থেকে রেনের গোলরক্ষককে পরাস্ত করেন নেইমার।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগে নিজেদের জালেই বল জড়িয়ে জড়ায় পিএসজি।  ২-১ স্কোরে শেষ হয় প্রথমার্ধ।  দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে ম্যাচে ফেরে রেনে। সমতা আনেন এডসন আন্দ্রে।  এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।  অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোল করতে পারেনি কোনো দল। 

অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।  নিজেদের প্রথম পাঁচ শটে গোলের দেখা পান দুই দলেরই দশজন খেলোয়াড়।  ফলে আবারও টাইব্রেকার শুরু হয়।

ষষ্ঠ শটে রেনের পক্ষে গোল করেন ইসমাইল সার।  কিন্তু পিএসজির ক্রিস্টোফার এনকুকু বল জালে জড়াতে পারেননি।  আর এতেই প্রায় ৪৮ বছর পর বড় কোনো শিরোপা জেতে রেনে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু