বগুড়ার চরে শিক্ষার আলো ছড়াবে “উচ্ছাস স্কুল”

ই-বার্তা ।। তারিকুল হাসান ।।  বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত চর এলাকা চর শোনপচাঁয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে যাত্রা শুরু করল ”উচ্ছ্বাস স্কুল”

শুক্রবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করে আমাল ফাউন্ডেশন।
প্রাথমিক অবস্থায় চরের ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্ৰা শুরু করেছে স্কুলটি। বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের

লেখাপড়ার পাশাপাশি সুচিকিৎসা ও পুষ্টিকর খাবারের বিশেষ সুবিধা থাকবে।
উচ্ছ্বাস স্কুলের উদ্বোবধনী অনুষ্ঠানে প্ৰধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -১ সোনাতলা

সারিয়াকান্দি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মান্নান।
চর এলাকা শিক্ষার আলোয় আলোকিত করতে এবং সমাজের বিভিন্ন ধরণের কুসংস্কার দূর করতে

উচ্ছ্বাস স্কুল ব্যাপক ভুমিকা রাখবে বলে জানিয়েছেন আমাল ফাউন্ডেশনের কর্ণধার ইশরাত করিম ইভ।