বগুড়ায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪৯ নেতাকর্মীর আগাম জামিন

ই- বার্তা ডেস্ক।।   হাইকোর্ট বগুড়ায় শহরে ছাত্রদলের গণজমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ৪৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন।

আজ সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

জামিন প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ, ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সম্পাদক নূরে আলম রিগ্যান প্রমুখ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

গত ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া ছাত্রদল গণজমায়েতের আয়োজন করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫শ’ জনের নামে মামলা করে। এ ঘটনায় পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।