বগুড়ায় পাটকল কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিককে হত্যা

ই-বার্তা ডেস্ক।। বগুড়ার কাহালু উপজেলায় একটি পাটকল কারখানায় হাওয়া যন্ত্রের (কমপ্রেসর) যন্ত্রের সাহায্যে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশু শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যতিন চন্দ্র কর্মকার (১৫) শ্রমিক কে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলাল (১২) সে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকুনতা গ্রামের মোতাহার আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যতিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আলাল ওই জুট মিলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো।

জানা যায় আফরিন নামে ওই জুট মিলে একই সঙ্গে পরিচ্ছনতাকর্মী হিসেবে কাজ করতো আলাল ও যতীন। মিলের ভেতর মেশিন পরিষ্কারের হাওয়া মেশিন ছিল। আজ বেলার ১১টার দিকে মেশিনের পাইপ আলালের পায়ুপথে দিয়ে হাওয়া ছেড়ে দেয় যতীন। এতে আলাল গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমকে) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৩টার দিকে সে মারা যায়।

এ ঘটনার ব্যাপারে নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, যতীনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শিশুটির বাবা মোজাহার আলী বলেন, সংসারত অভাব ঘুচাবার জন্যি ছলডা কারখানাত কাজ লিচল। বিয়ানবেলা ছলডা কারখানাত যাবার সময় কয়’ সন্ধ্যাত আসিচ্চি, সন্ধ্যাবেলা আসপ্যার কথা কয়্যা ছলডা আর ফিরলনা। এখন হামার সংসার ক্যামনে চলবি।