বগুড়ায় যাবাহনের লাইসেন্স চেক করছে শিক্ষার্থীরা

ই-বার্তা।।  রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিচার ও নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে সারাদেশের মতো বগুড়ার সাতমাথায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়ে গাড়ির লাইসেন্স পরীক্ষা করছে।

শনিবার সকাল সাড়ে ১০টার পর থেকে তারা অবস্থান নিতে শুরু করে। তারা সাতমাথায় অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করেছে।

সাতমাথায় অবস্থান নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আজ আমরা লাইসেন্স আছে কি না চেক করছি। আমরা এর মাধ্যমে দেখিয়ে দিতে চাই পরিবহনখাতে শৃঙ্খলা সম্ভব। তল্লাশির সময় পুলিশ, রাজনীতিবীদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের গাড়ির লাইসেন্স আছে কিনা চেক করা হয়।