বগুড়া-৬ উপনির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত বিএনপির

ই-বার্তা।।  বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আলোচনায় ব্যস্ত বিএনপি। এ ব্যাপারে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয়তাবাদী দলটি।

এছাড়াও সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়ার কথাও ভাবছে তারা।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে শরিকদের কাছে এমন মনোভাবের কথা জানিয়েছেন বিএনপি নেতারা।

বৈঠকে অংশ নেয়া জোটের শরিক একটি দলের চেয়ারম্যান বলেন, ‘বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নেয়া এবং সংরক্ষিত আসনে মনোনয়নের ব্যাপারে আমাদের সঙ্গে কথা হয়েছে। তাদের বডি ল্যাংগুয়েজ আমার কাছে ইতিবাচক মনে হয়েছে।’

জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বিএনপি বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেবে এবং সংরক্ষিত আসনেও মনোনয়ন দেবে।’

বৈঠকে অংশ নেয়া আরেক শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মো. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং সংরক্ষিত আসনের মনোনয়নের ব্যাপারে আলোচনা হয়েছে। শিগগিরই বিএনপি এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

এছাড়া বৈঠকে জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, হত্যার প্রতিবাদে রমজানের মধ্যে যে কোনো একদিন মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। ঈদের পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড় ধরনের কর্মসূচি দেয়ার বিষয়েও একমত পোষণ করেন জোট নেতারা।

সোমবারের এ বৈঠকে যোগ দেননি এলডিপির সভাপতি অলি আহমদ এবং জোট ছেড়ে যাওয়া আন্দালিব রহমান পার্থ।

বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত জোটের এ বৈঠক হয়। পরে শরিক দলের নেতাদের নিয়ে ইফতার করেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আবদুর রকিব, খেলাফত মজলিসের ড. আহমেদ আবদুল কাদের, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমুখ।