বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। আগামী বছর সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে এই সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল কর্তারা।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে সংবাদটি নিশ্চিত করা হয়েছে।

সব শেষ ২০১৮ সালে আয়োজন করা হয়েছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেবারও বাংলাদেশই স্বাগতিক ছিল।

এদিকে ২০২১ সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ বিজোড় বছরগুলোতে আয়োজন করা হবে। সাফ কংগ্রেসে এমনটাই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কংগ্রেসে উপস্থিত ছিলেন সাফ ও বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ফিফার কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ সাফ কমিটির সদস্যরা।

কংগ্রেসে আরও সিদ্ধান্ত হয়, ২০২০ সালের সাফ ক্যালেন্ডার অনুযায়ী অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ হবে আগস্টে। এছাড়া অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ অক্টোবর ও অনূর্ধ্ব ১৮ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে।