বঙ্গবন্ধু বিপিএলের ৭ দলের পরিচালক হলেন যারা

ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

এই সাত দল হলো- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরে প্রত্যেকটি দল পরিচালকের নাম তুলে ধরা হলো-

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন : দলটির পরিচালক হিসেবে থাকবেন গাজী গোলাম মোর্ত্তজা। আর স্পন্সর হিসেবে রয়েছে যমুনা ব্যাংক।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মোহাম্মদ জালাল ইউনুস রয়েছেন দলটির পরিচালক হিসেবে। আর স্পন্সর করছে আখতার ফার্নিচার।

রাজশাহী রয়্যালস : আইসিপি লিমিটেডের স্পন্সরে দলটি পরিচালনা করবেন এনায়েত হোসেন সিরাজ।

সিলেট থান্ডার : পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরী। স্পন্সর করেছে জিভানি ফুটওয়্যার কোম্পানি।

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স : দলটিতে খালেদ মাহমুদ সুজন পরিচালক হিসেবে রয়েছেন। আর স্পন্সর করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

রংপুর রেঞ্জার্স : এই দলের পরিচালক আকরাম খান। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিসিবি।

কুমিল্লা ওয়ারিয়র্স : কুমিল্লার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন নাঈমুর রহমান দুর্জয়। এই দলটিও কোনো স্পন্সর পায়নি। এর পৃষ্ঠপোষক হিসেব রয়েছে বিসিবি