বনানীর অগ্নিকাণ্ডে জমির মালিককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের জমির মালিক এস এম এইচ আই ফারুককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)।  আগামী ২৮ এপ্রিল ( রোববার) দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক জেলগেটে ফারুককে জিজ্ঞাসাবাদ করবেন।

দুদকের এই উপপরিচালক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, আদালত বনানীর এফআর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।  বিধি বহির্ভূতভাবে ভবন নির্মাণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আগামী ২৮ এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।   

এফআর টাওয়ার নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের তালিকায় আরও রয়েছেন রাজধানী উন্নয়ক কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক নাসির উদ্দিন শরিফ।  আগামী ২ মে দুদক কার্যালয়ে হাজির হতে বলে তাকে নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু