বনানীর অগ্নিকাণ্ডে মামলা করেছে পুলিশ

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীর অভিজাত এলাকা বনানীর এফ আর টাওয়ারের ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। 

শনিবার দুপুরে পুলিশ বাদি হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেছে বলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। 

এর আগে ঘটনার একদিন পর গতকাল (শুক্রবার) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছিলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা বাদি হয়ে  মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে। 

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুন লাগে বনানীর ১৭ নম্বার সড়কের ৩২ নম্বর এফ আর টাওয়ারে।  মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।  এরপরই বাঁচার আকুতি নিয়ে ছোটাছুটি শুরু করে ভুক্তভোগী মানুষ।  মুহুর্তেই পাল্টে যায় বনানীর দৃশ্যপট।   

তিন বাহীনির যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়।  ভবনটির ছাদে আটকে পড়া অনেককে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার। 

বনানীর এফ আর টাওয়ারের এই ভয়াবাহ আগুনে ২৫ জন মারা গেছেন।  এতে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু