বনানীর অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয় হত্যাকাণ্ডঃ গণপূর্ত মন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়।  এটা হত্যাকাণ্ড।  

তিনি বলেন এটি গাফিলতিজনিত একটি হত্যাকাণ্ড।  আর এর জন্য যারাই দায়ী, তারা প্রভাবশালী হোক না কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলছি, আমাদের তদন্ত প্রতিবেদন উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।  আগের তদন্ত প্রতিবেদনে সুপারিশ কি ছিল এবং তা কেন বাস্তবায়ন করা হয়নি সে বিষয়ে খতিয়ে দেখা হবে। 

রেজাউল করিম বলেন, ভবনটিকে ১৯৯৬ সালে ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। ২০০৭ সালে রাজউকে একটি নথি দাখিল করা হয় ২৩তলা করার।  কিন্তু তাদের সেই নথি অনুমোদনের পক্ষে কোনো দলিল রাজউকে নেই।  রাজউকের লোকও যদি কেউ এই কাজের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু