বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।  বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টায় উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত ব্যক্তিরা হলেন, আব্দুল মন্নানের ছেলে মো. দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে মো. রাসেল (১৪) ও রাসেলের মা হামিদা বেগম (৩৫)।  তাদের সকলের বাড়ি উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে।  

কাকচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদল পহলান জানান, সকালে দেলোয়ার মিয়া বাগান থেকে সুপারি গাছ কাটতে গেলে ওই গাছে হেলে পরে পল্লীবিদ্যুতের তার ছিড়ে যায়। এতে প্রথমে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে ভাইয়ের ছেলে মো. রাসেল ও পরে ভাইয়ের স্ত্রী হামিদা এগিয়ে আসলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

এবিষয়ে পল্লীবিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার বলেন, তাদের কাছে কোন তথ্য না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভাবিহিন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু